পাবনায় ভারতীয় নাগরিকের মৃত্যু

পাবনায় চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 12:23 PM
Updated : 7 May 2017, 12:23 PM

হাসপাতালের চিকিৎসক হাবিবুল্লাহ জানান, তাকে মদ বা কোনো নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে বিষ খাওয়ানো হয় বলে ধারণা করা হচ্ছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ইয়াদব জাদব ভারতের বিহার প্রদেশের পিথুয়াতুল গ্রামের রাম বিলাসের ছেলে। তিনি ঈশ্বরদীর একটি কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলার নোয়াখালি মহল্লার এক নারী ও সাইফুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম হাসান হীরা বলছেন, “শনিবার রাতে আমি হাসপাতালে থাকার সময় এক নারী ও পাঁচ তরুণ জাদবকে হাসপাতালে নিয়ে আসে।

“তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। চিকিৎসক তাকে রাজশাহী নিতে বলেছিলেন। কিন্তু তারা তাকে হাসপাতালে ভর্তি করিয়েই গা ঢাকা দেয়।”

পরে রাত ২টার দিকে তার মৃত্যু হয় চিকিৎসকরা জানান।

পুলিশ কর্মকর্তা গৌতম কুমার বলেন, হাসপাতালের নিবন্ধন খাতায় তার ঠিকানা-পরিচয় ভুল লেখা হয়েছে। পরে তার প্রকৃত নাম-ঠিকানা খুঁজে বের করা হয়।

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদসহ বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয়রা বলছেন, ওই এলাকার এক নারীর সঙ্গে জাদবের প্রেমের সম্পর্ক ছিল। টাকা-পয়সার বিরোধে তাকে বিষ খাওয়ানো হয়ে থাকবে।