পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ৩ ছাত্রলীগকর্মী আহত

পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা।  

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 05:58 PM
Updated : 6 May 2017, 05:58 PM

শনিবার রাতে কদমতলা ইউনিয়নের ইজাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান।

আহত সাকিব হাওলাদার (১৮), কামরুল হাসান সিয়াম (১৯) ও সাজ্জাদুর রহমান আশিককে (১৭) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সকলের বাড়ি কদমতলা ইউনিয়নে এবং সবাই স্থানীয় ছাত্রলীগকর্মী বলে জানান কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ খান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজ্জাদুর রহমান আশিক বলেন, তারা তিনজন একটি মোটরসাইকেলে করে ইউনিয়নের একপাই জুজখোলা এলাকা থেকে কদমতলায় তাদের বাড়ি যাচ্ছিলে।

রাত ১০টার দিকে ইজাড়া এলাকায় স্থানীয় কিছু লোক তাদের উপরে হামলা চালায়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আশিক।

পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক সিকদার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতের মধ্যে সাবিক হাওলাদারের মাথায় আঘাতের কারণে অবস্থা গুরুতর। এছাড়া অন্য দুইজন আশঙ্কামুক্ত।

ওসি মাসুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ইউনিয়নের ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।