‘খাদ্যে বিষক্রিয়ায়’ চিকিৎসক ও সেবিকার মৃত্যু

সহকর্মীর বাড়িতে খাবার খাওয়ার পর ‘বিষক্রিয়ায়’ আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক সেবিকার মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

সিরাজগঞ্জ প্রতিনিধিবগুড়া ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 05:14 PM
Updated : 25 April 2017, 05:59 PM

মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান ও সেবিকা জোবেদা খাতুন মারা যান।

অসুস্থ প্রধান সহকারী আলমগীর হোসেনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান জানান, মনিরুজ্জামান ও জোবেদা খাতুন দুপুরে আলমগীরের বাসায় একত্রে খাওয়াদাওয়া করেছেন।

“এরপর তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সেখানে রাত ৯টায় জোবেদা এবং সাড়ে ১০টায় মনিরুজ্জামান মারা যান বলে জানান তিনি।

বগুড়া বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা আলম নান্নু জানান, মনিরুজ্জামানসহ অপর দুজনকে চিকিৎসার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হলেও ‘বিষক্রিয়ার মাত্রা বেশি হওয়ায়’ আক্রান্তদের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।