টঙ্গীর ১৫ ওয়ার্ডে ‘সাঁড়াশি অভিযান’, আটক ১০

গাজীপুরের টঙ্গীতে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে দুই নারীসহ ১০ জনকে আটক করেছ পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 09:22 AM
Updated : 23 April 2017, 02:26 PM

রোববার দুপুরে এ অভিযানে বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

তিনি বলেন, রাজধানীর পাশে হওয়ায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী, মাদক ব্যবসায়ী, ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা টঙ্গীতে অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হয়।

“টঙ্গীর ১৫টি ওয়ার্ডকে ৬০ ভাগে ভাগ করে পাঁচ শতাধিক পুলিশ দুপুর আড়াইটার দিকে একযোগে অভিযান শুরু করে। তা চলে সন্ধ্যা পর্যন্ত।”

অভিযানে টঙ্গীর বনমালা ও আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক উদ্ধার এবং দুই নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, এ এলাকার যেসব বাড়িতে মালিকরা থাকেন না সেখানে কারা, কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কী এসব বিষয় মাথায় রেখে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।