নরসিংদীতে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 12:01 PM
Updated : 19 April 2017, 12:02 PM

বুধবার দুপুরে উপজেলার বাঁশগাড়ীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে রায়পুরার ওসি আজহারুল ইসলাম জানান।

নিহত ফারদিন মিয়া (২০) পার্শ্ববর্তী নিলক্ষা গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান শাহেদ সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে বুধবার দুপুরে দুদল গ্রামবাসী টেঁটা-বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“এসময় গুলিবিদ্ধ হয়ে ফারদিন মিয়া (২০) মারা যায়। এছাড়া গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।”

আহতদের নরসিংদী সদর হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া গুলিবিদ্ধ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে বলে জানান ওসি।