নওগাঁয় পুলিশের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে পুলিশের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 01:00 PM
Updated : 10 April 2017, 01:00 PM

জালাল উদ্দিন (৪৫) উপজেলার পারকাসুন্দা গ্রামের বাসিন্দা। নিহত জালাল রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের সলিম উদ্দিনের ছেলে।

সোমবার জালালের মামা আসকান আলী এ অভিযোগ করেন।

এ অভিযোগ পুলিশ অস্বীকার করলেও এ ঘটনা তদন্তের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আসকান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার গভীররাতে  মোস্তফা  নামে এক আসামি ধরার নামে আমার বাড়িতে পুলিশ আসে। এ সময় আমার ভাগিনা জালালের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জালালকে রাইফেলের বাট দিয়ে আঘাত করলে জালাল মাটিতে লুটিয়ে পড়ে সে এবং ঘটনাস্থলেই তার মৃতু হয়। এরপর পুলিশ সেখান থেকে চলে যায় বলে যায়।”

এ ঘটনায় মামলা করবেন বলে জানান আসকান।

আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজা বলেন, “পুলিশের নির্যাতনে জালালের মৃত্যু হয় নি। এ ঘটনায় থানায় মামলা হয়নি।”

ইউএনও মোকলেছুর রহমান বলেন, “সোমবার দুপুরে পুলিশ কর্মকর্তা ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”