পরীক্ষার প্রবেশপত্রের দাম ‘৭০০’ টাকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য টাকা নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 10:13 AM
Updated : 1 April 2017, 10:14 AM

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে ৭০০ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে।

কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহে যাতায়াত বাবদ খরচ রয়েছে। এছাড়া আরও কিছু অনুষঙ্গিক খরচ আছে।

“পরীক্ষার্থীদের কাছ থেকে কার্ডপ্রতি কিছু টাকা আদায় করা হয়েছে। তবে সে অংক ৭০০ থেকে ১০০০ টাকা নয়।”

তবে কত টাকা তা তিনি বলেননি।

এ বছর ওই কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে তিনি জানান।

কলেজের একজন শিক্ষক বলেন, প্রবেশপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। ফরম পূরণের সময় সব খরচ রাখা হয়।

“প্রবেশপত্র বাবাদ অন্তত তিন লাখ টাকা আদায় করা হয়েছে। এ টাকা কৌশলে আত্মসাৎ করা হবে।”

পরীক্ষার্থী সুমন বিশ্বাস বলেন, “আমি ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিলাম।

“এ বছর ওই এক বিষয়ে পরীক্ষা দেব। আমার কাছ থেকেও প্রবেশপত্রের জন্য ৭০০ টাকা আদায় করা হয়েছে। অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে ১০০০ টাকা করে।”