গাজীপুরে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার 

মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার দুইদিন পর গাজীপুরের কালীগঞ্জ থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 11:56 AM
Updated : 27 March 2017, 12:01 PM

এরা হলেন কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মো. মোজাম্মেল।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন,“ প্রশাসনিক কারণে সোমবার দুপুরে এসআই জামিল উদ্দিন রাশেদ ও তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।”  

তাদের গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার রাতে এসআই জামিল ওই তিন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিষ্টান পল্লীর মিনা ক্রুসের বাড়িতে মাদকবিরোধী অভিযানে যান।

এ সময় স্থানীয় কয়েকজন তিন পুলিশকে ঘরের ভেতর আটক করে ডাকাত বলে চিৎকার শুরু করে।

এর জেরে এলাকাবাসীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিচার্জ ও ফাঁকাগুলি ছোড়ে।

এ ঘটনায় পুলিশের ছয় সদস্য ও নয় গ্রামবাসী আহত হয়।

পরদিন এসআই রাশেদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ ও পরিচয় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে পুলিশ সুপার পঙ্কজ জানান।