স্কুল ছুটি দিয়ে এমপির সঙ্গে শিক্ষকদের সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলে বন্ধ রেখে সংসদ সদস্যের সঙ্গে সভায় যোগ দিয়েছেন শিক্ষকরা।

পিরোজপুর প্রতিনিধিমো. হাসিবুল ইসলাম হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 03:53 PM
Updated : 14 March 2017, 04:00 PM

মঙ্গলবার উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজীর সভায় যোগ দেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোশারেফ হোসেন শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিকাল ৩টায় পৌরসভার শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজীর সভায় যোগ দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সকাল ১১টায় স্কুল ছুটি দিয়ে দেয়। এতে বিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী ক্লাশ না করেই বাড়ি ফিরে যায়।”

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে স্কুলে গেইটে তালা ঝুলতে গেছে।

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, পাঠদান বন্ধ রেখে বিদ্যালয় ছুটি ঘোষণা করে এমপির সঙ্গে সভা করা বেআইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যালয়ের নতুন ভবন ও কম্পিউটার ল্যাব দাবি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সকালে বিদ্যালয় ছুটি দিয়ে এমপি রুস্তুম আলী সভায় গিয়েছিলাম।”

এ নিয়ে কথা বলতে মোবাইল ফোনে যোগযোগ করে সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজীকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।