পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পদ্মায় চারদিন আগে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী তাহমিনার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 02:34 PM
Updated : 11 March 2017, 02:34 PM

শনিবার রাতে শরিয়তপুরের জাজিরা উপজেলা কাইজ্জার চরে তার লাশটি পাওয়া যায় বলে মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান।

বুধবার বিকালে ঝড়ের কবলে পড়ে মুন্সীগঞ্জের লৌহজং টার্নিংয়ে একটি স্পিডবোট উল্টে লাবিব নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তাহমিনা আক্তার (১২) নামে আরও একজন নিখোঁজ বলে পুলিশের পক্ষে জানানো হয়।

তাহমিনা ঢাকার কামারঙ্গীরচরের বাসিন্দা মতি খাঁর মেয়ে ও স্থানীয় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এসআই নাজমুল জানান, স্থানীয়দের দেওয়া খবরে কাইজ্জার চর থেকে স্কুলছাত্রী তাহমিনার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার বাকেলা বেগম নামে এক নারী ও জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল শিকদারের লাশ শুক্রবার শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের কাছ থেকে উদ্ধার হয়। ওই দুজনই স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ছিলেন বলে ধারণা পুলিশের