স্পিডবোট দুর্ঘটনা: আরও এক লাশ

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে ঝড়ে স্পিডবোট ডুবির ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 05:57 AM
Updated : 9 March 2017, 07:30 AM

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই নাজমূল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বাকেলা বেগম (৪১) নামে এক নারীর লাশ উদ্ধার করে।

বাকেলা ফরিদপুরের আলফাডাঙ্গার এ রউফ শিকদারের স্ত্রী।

বুধবার বিকালে একটি স্পিডবোট ঝড়ে পড়ে ডুবে গেলে লাবিব নামে ১০ বছরের এক শিশু আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তাহমিনা আক্তার (১২) নামে আরও এক শিশু নিখোঁজ বলে পুলিশের পক্ষে জানানো হয়।

এসআই বলেন, নিখোঁজ তাহমিনাকে খুজে পাওয়া না গেলেও বৃহস্পতিবার সকাল ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরের এক চরে পাওয়া গেছে বাকেলার লাশ।

“অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধারের পর স্বজনরা এসে তাকে বাকেলা বলে শনাক্ত করেন। বাকেলাও ডুবে যাওয়া ওই স্পিডবোটে ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”

আর নিখোঁজ তাহমিনা আক্তারকে উদ্ধারের জন্য নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সব রকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।