‘ধাওয়ার মুখে দুর্ঘটনায়’ যুবকের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন

কুমিল্লায় পুলিশের ‘ধাওয়ার মুখে দুর্ঘটনায়’ মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর পর উত্তেজিত জনতা পুলিশের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 08:29 AM
Updated : 10 March 2017, 02:02 PM

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার বালুতুপা বাজারের পাশে ভারত সীমান্তবর্তী একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করলেও তার নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নজরুল বলেন, ভোরে পুলিশের একটি টহল দল ‘মাদক চোরাকারবারী সন্দেহে’ মাইক্রোবাস নিয়ে চাঁপাপুর এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে।

“এ সময় ওই ব্যক্তি পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে নিহত হন।”

পুলিশের  মাইক্রোবাসটিও সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় বলে ওসির ভাষ্য।

পরে উত্তেজিত এলাকাবাসী ওই মাইক্রোসে থাকা পুলিশ কনস্টেবল কামাল ও খোরশেদকে আটকে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ রাস্তা থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি ধানের জমিতে ওই যুবকের লাশ ‘গুম করতে চেয়েছিল’, তাই তাদের আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, “পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের দুর্ঘটনাজনিত কারণে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলে উত্তেজিত জনতা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।”

তিনি জানান, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। জনতার কবল থেকে উদ্ধার হওয়া দুই পুলিশ সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।