উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোট চলছে কুমিল্লায়

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের অংশগ্রহণে চেয়ারম্যান পদের জন্য ভোট চলছে কুমিল্লা সদর উপজেলা পরিষদ উপনির্বাচনে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 03:25 AM
Updated : 6 March 2017, 03:51 AM

সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত বছর ১৪ ফেব্রুয়ারি মো. আবদুর রউফের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আমিনুল ইসলাম টুটুল ও বিএনপির রেজাউল কাইয়ুম।

টুটুল এর আগে ছিলেন ভাইস চেয়ারম্যান। তিনি একজন আইনজীবী। মো. রেজাউল কাইয়ুম রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করেন। প্রতিদ্বন্দ্বী দুইজনই সাবেক ছাত্রনেতা।

উপজেলার ছয় ইউনিয়নে মোট এক লাখ ৯১ হাজার ৪৫২ ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ৯৬ হাজার ১৯৭, নারী ৯৫ হাজার ২৫৫ জন।

ভোটকেন্দ্র রয়েছে ৫৬টি। এর মধ্যে ৪৭টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, ৪৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন করে এসআই, এএসআই এবং ৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করছেন।

এছাড়া ছয় ইউনিয়নে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন বিচারিক হাকিম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন বলে তিনি জানান।