ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ ও এক ‘মাদক কারবারী’ নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 10:58 AM
Updated : 2 March 2017, 11:00 AM

বিজয়নগর থানার ওসি আলী আরশাদ জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খেতাবাড়ি ও সীমান্তবর্তী সিংগারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কালিসীমা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ভুলু ডাকাত ওরফে ভইুল্লা ডাকাত ও সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আলফাজ আলীর ছেলে নুরুল ইসলাম নুরু।

ভুলু বিজয়নগর থানার এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্বে থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

ওসি আলী আরশাদ বলেন, খেতাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা টের পেয়ে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের টহল দল ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশের দিকে গুলি ছুড়ে।

“পুলিশও পাল্টা গুলি করলে ভুলু ডাকাত ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান দুইরাউন্ড কার্টুজ এবং দুটি ছোড়া উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এদিকে ভারত সীমান্তবর্তী সিংগারবিল এলাকার মেরাশান বাজারের পূর্বপাশের পেয়ারা বাগানে মাদক বিক্রেতারা গাঁজা পাচার করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় বলে জানান ওসি।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে নুরুল ইসলাম আহত হয়।

“তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”