নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে সমকাল সম্পাদক

আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক গোলাম সারওয়ার।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 11:44 AM
Updated : 25 Feb 2017, 11:45 AM

শনিবার দুপুরে শাহজাদপুরের মাদলা গ্রামে শিমুলের বাড়িতে যান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকালের এ সম্পাদক।

তিনি শিমুলের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তার হত্যাকারীদের শাস্তিও দাবি করেন।

পরে শিমুলের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলিমুন রাজিব, দৈনিক সমকালের নির্বাহী পরিচালক এসএম শাহাব উদ্দিন, অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস ও ডিজিএম (সার্কুলেশন) অমিত রায়হান উপস্থিত ছিলেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই হাবিবুল হক মিন্টু ও হাফিজুর হক পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে।এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।