নির্বাচনী দায়িত্বে শৈথিল্য দেখালে ব্যবস্থা: কমিশনার শাহাদাত

নির্বাচনী দায়িত্ব পালনে কোনো প্রকার শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 03:18 PM
Updated : 24 Feb 2017, 03:18 PM

শুক্রবার কুমিল্লা নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন কোনো রকমের পক্ষপাতিত্ব না করেন। নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের লোকদের সমন্বয় করে কাজ করতে হবে।

“কোনো প্রকারের দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা দায়িত্ব পালনে কোনো প্রকার শৈথিল্য দেখালে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্সে থাকবে।”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রার্থীদেরও আইন ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।

পরে সার্ভার স্টেশন মাঠে একটি ফুলের চারা রোপন করেন এ কমিশনার।

কুমিল্লা সদর উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে সকালে মতবিনিময় করেন শাহাদাত হোসেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৬ মার্চ কুমিল্লা সদর উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।