আখেরি মোনাজাতে শেষ হলো জাকের মঞ্জিলের উরস

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনের বার্ষিক উরস শেষ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 10:02 AM
Updated : 21 Feb 2017, 10:02 AM

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠান শেষ হয়।

বাদ ফজর শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর রওজা জিয়ারত শেষে লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন।

জাকের পাটির প্রেস সচিব শামিম হায়দার জানান, চার দিনের এই উরস শরীফের শেষ দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মোস্তফা আমীর ফায়সাল।

আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মহা ঐক্য, বিশ্ব মানবকল্যাণ এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় বলে জানান তিনি।

গত শনিবার শুরু হওয়া চারদিনের এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগির পাশাপাশি নফল এবাদত করা হয়।