টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে চার লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 10:23 AM
Updated : 19 Feb 2017, 10:23 AM

রোববার ভোরে টেকনাফ স্থলবন্দরের পাশে নাফ নদী সংলগ্ন সহিরং খালের মোহনায় এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজা জানিয়েছেন।

এ সময় পাচারকারীরা পলিয়ে গেছে বলে জানান তিনি।

তাসকিন বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নাফ নদী পার হয়ে আসার খবরে কোস্ট গার্ডের একটি দল টেকনাফ স্থলবন্দরের পাশে নাফ নদী সংলগ্ন প্যারাবনে অবস্থান নেয়।

“রোববার ভোরের দিকে নাফ নদীর তীরে বস্তা কাঁধে কয়েকজন লোককে দেখে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। এসময় পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের দেখতে পেয়ে দুইটি বস্তা ফেলে অন্ধকারে প্যারাবনের ভিতর পালিয়ে যায়।”

তাসকিন বলেন, কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তাদের ফেলে যাওয়া বস্তা দুইটিতে চার লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তাসকিন।