ভোলায় লঞ্চের ধাক্কায় কার্গো ডুবে নিখোঁজ ১

ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় বালুভরতি কার্গো ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 02:25 PM
Updated : 17 Feb 2017, 02:25 PM

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আরিফ জানান, শুক্রবার উপজেলার তেঁতুলিয়া নদীর গজারিয়া খালগোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল মালেক ওই কার্গোর বাবুর্চি। তার বাড়ি বরিশালের সাহেবের হাটে।

ইউএনও আরিফ বলেন, “সকালে খালগোড়া এলাকায় এমভি রাসেল-৪ লঞ্চের ধাক্কায় বালুভরতি কার্গো মারিয়া অ্যান্ড আরাফাত ডুবে যায়। এ সময়  স্থানীয়রা তিনজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন বাবুর্চি আব্দুল মালেক।”

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, সারাদিনের অভিযানে ডুবুরি দল কার্গোটির সন্ধান পেয়েছে। শনিবার তা টেনে তোলা হবে।

তবে স্রোতের কারণে সন্ধ্যার পর থেকে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।