সাভারে ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ২

ঢাকার আশুলিয়ায় আত্মীয়বাড়ি বেড়াতে আসার পর গভীর রাতে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার বোন ও ভাগ্নি।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 06:08 AM
Updated : 15 Feb 2017, 06:22 AM

আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, মঙ্গলবার রাতের এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত বাবলু মিয়া (৩০) আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজারের মহিবুর রহমান মহির শ্যালক। তিনি টাঙ্গাইলের কালিহাতি থানার এলেঙ্গার সোহরাব হোসেনের ছেলে।

মহিবুরের বড় ভাই মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে টিনের বেড়া খুলে আমার ভাইয়ের স্ত্রী আসমার গলায় ছুরি ধরে জিম্মি করে স্থানীয় রাসেল। তার চিৎকারে ভাইয়ের স্কুলপড়ুয়া মেয়ে ও বাবলু এগিয়ে গেলে রাসেল তাদের ছুরি মেরে পালিয়ে যায়।”

পরে এলাকাবাসী এসে তাদের হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যান বলে জানান মোতালেব।

ছুরিকাঘাতে আসমা আক্তার ও তার মেয়ে মেহেরুন নেছা আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি জানান।

ওসি কাদির আহতদের বরাতে বলেন, “আহতরা বখাটে রাসেলকে চিনতে পেরেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা মতিউর রহমান মতি ও মা মিনু বেগমকে আটক করা হয়েছে।

“রাসেল মাদকাসক্ত। সে ওই বাড়িতে থেকেই বড় হয়েছে। পূর্ব কোনো শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।”