লক্ষ্মীপুরে ৫ দাখিল পরীক্ষার্থীর উপর হামলা

লক্ষ্মীপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে পাঁচ দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থীর উপর হামলা হয়েছে, যাদের মধ্যে তিনজন ছাত্রী।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 07:43 AM
Updated : 12 Feb 2017, 07:43 AM

রোববার সকালে পশ্চিম লক্ষ্মীপুরের বেড়ীর মাথা এলাকায় খাজার দোকানের সামনে এ হামলা হয় বলে স্থানীয়রা জানায়।

হামলায় দুই ছাত্র আহত হন এবং তিন ছাত্রীতে তারা লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন। তারা সবাই লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী। আহত ছাত্র দুজন হলেন রোকনুজ্জামান ও তারেক।  

প্রত্যক্ষদর্শী সুমন, ইউছুপ ও অটোরিকশা চালক সুরাজ জানান, পরীক্ষার্থীরা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কেন্দ্রে যাওয়ার পথে খাজার দোকানের সামনে পৌঁছলে ৫/৬ জন ‘বখাটে’ যুবক তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়।

“তারা রোকনুজ্জামান ও তারেককে মারধর করে পাঞ্জাবী ছিঁড়ে ফেলে এবং তিন ছাত্রীকে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।”

রোকনুজ্জামানের মা মোবাশ্বেরা বলেন, রোকনুজ্জামান ও তারেকের সঙ্গে শনিবার একটি মোবাইল ফোন নিয়ে পার্শ্ববর্তী এলাকার সাদ্দামের বাকবিতন্ডা ও মারামারি হয়। সাদ্দাম লোকজন নিয়ে হামলা চালিয়েছে।

নবীগঞ্জ মাদ্রাসার সুপার ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব  মাওলানা আবু তাহের বলেন, দুই ছাত্রকে মারধর ও তিন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। তারা ‘আহত অবস্থায়’ পরীক্ষা দিচ্ছে।

ম্যানেজিং কমিটির সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।