অর্থ আত্মসাত মামলায় লালমনিরহাটে বিআরডিবি কর্মকর্তা গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে ৩০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালমনিরহাট শাখার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদুক।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 01:40 PM
Updated : 23 Jan 2017, 01:40 PM

প্রেপ্তার একেএম জাহেদুল আলম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কালীগঞ্জ শাখার সাবেক হিসাবরক্ষক। বর্তমানে লালমনিরহাটের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা।

সোমবার সন্ধ্যায় দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া এ কথা জানান।

তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষর জাল করে একটি প্রকল্পের ৩০ লাখ ৭ হাজার ২৫ টাকা আত্মসাতের অভিযোগে জাহেদুলের বিরুদ্ধে একটি মামলা করেন কালীগঞ্জে বিআরডিবি কার্যালয়ের তৎকালীন পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুল ইসলাম।

ওই মামলায় সোমবার বিকালে বিআরডিবি লালমনিরহাট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জাকারিয়া।