সিলেটে টিলা ধসে ২ শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় টিলা ধসে দুই শ্রমিক নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 09:27 AM
Updated : 23 Jan 2017, 09:37 AM

সোমবার সকাল ১০টার দিকে শাহ আরপিন সংলগ্ন মটিয়া টিলায় একটি গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

স্থানীয়রা এ ঘটনায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার আল হাদি (৩৬) ও আব্দুল কাদিরের (৩৫) মারা যাওয়ার খবর জানালেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারো লাশ পায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তাছাড়া সে সময় আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া যায় বলে জানালেও তাদের পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে সুজ্ঞান চাকমা বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ফলে তারা গিয়ে কারো লাশ পায়নি। আর আহতরাও কোনো হাসপাতালে ভর্তি হয়নি।”

তবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে রফিক নামে এক আহত শ্রমিকের সন্ধান পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি।

সেখানে চিকিৎসাধীন রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই টিলার কাছে ১৫ থেকে ২০ জন শ্রমিক পাথর তোলার কাজ করছিল। এ সময় টিলা ধসে পড়লে তিনিসহ বেশ কয়েকজন আহত হন।  

পরে অন্যন্য শ্রমিকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি। 

কেউ মারা গেছে কি না জানতে চাইলে রফিক বলেন, “এ ঘটনায় ৩/৪ জন শ্রমিক মারা গেছে বলে শুনেছি। যারা আহত হয়েছে তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে।”

তবে শ্রমিকদের লাশ বা আহত শ্রমিকরা কোথায় আছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে রফিক জানান।