বাগেরহাট আদালতের আলমারি ভেঙে ২ লাখ টাকা চুরি

বাগেরহাট জেলা জজ আদালতের কার্যালয়ের আলমারি ভেঙে নগদ দুই লাখ চুরি হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 11:30 AM
Updated : 22 Jan 2017, 11:39 AM

রোববার সকালে আদালতের কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসার পর চুরির ঘটনা জানাজানি হয় বলে জানান আদালতের মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ রকিবুল ইসলাম জানান।

শুক্র ও শনিবার ছুটির মধ্যে জেলা জজ আদালত ভবনের তৃতীয় তলায় তার কক্ষে চুরির এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

রকিবুল ইসলাম বলেন, “রোববার সকালে অফিসে এসে দেখি আমাদের কার্যালয়ের দরজার তালা খোলা। ভেতরে ঢুকে দেখি আলমারির তালা ভাঙা এবং সেখানে রাখা পারিবারিক আদালতে নারীদের খোরপোষসহ বিভিন্ন মামলার অভিযুক্তদের কাছ থেকে আদায় করা দুই লাখ ২৪ হাজার টাকা নেই “

তবে আলমারিতে রাখা কোনো মামলার নথিপত্র চোর নিয়েছে কি না তা এখনই বলতে পারছেন না তিনি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, পুলিশ ওই চোর শনাক্তে কাজ শুরু করেছে। তবে এ ব্যাপারে আদালত কর্তৃপক্ষ এখনও কোনো মামলা করেনি।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, “আদালতে চুরি হওয়া উদ্বেগের বিষয়। টাকা চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা করার বিধান রয়েছে।

“কিন্তু ওই কর্মকর্তারা কেন তা জমা না দিয়ে অফিসের আলমারিতে রেখেছেন তা আমি বুঝতে পারছি না।”