শ্যামনগরে সার্কাসের গাল্যারি ভেঙে আহত ৩০ দর্শক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সার্কাসের গ্যালারি ভেঙে অন্তত ৩০ জন দর্শক আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 06:03 PM
Updated : 20 Jan 2017, 06:03 PM

শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনী চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন, আমজাদ হোসেনসহ কয়েকজন জানান, উপজেলা সদরে প্রতিদিনের মতো সন্ধ্যায় সার্কাসের দ্বিতীয় ‘শো’ শুরু হয়। এর কয়েক মিনিটের মধ্যে ধারণক্ষমতার তুলনায় ‘বেশি’ দর্শনার্থী থাকায় পূর্বপাশের গ্যালারি ভেঙে পড়ে।

বিল্লাল হোসেন বলেন, এ সময় দর্শকদের চিৎকারে পুরো সার্কাস প্যান্ডেলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকে পদদলিত হয়।

শিমুল (১৮),খুকুমনি (১৪), লামিসা (৯), সুজয় (১৮), মুর্শিদা (৩০), মিম (১০), শাহানারা (৩০), সাগরিকা (৩৯), তার ছেলে কৃষ্ণ (২৫) ও জাহাঙ্গীরসহ (৩০) আহত ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আনন্দ দাস (৩৯), লক্ষ্মীরানী (৪০), লামিসা (৯), খুকুমনি (১৫) ও মুর্শিদাকে (৩০) একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী শাকির হোসেন জানান, আহতদের অনেকের আঘাত কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। মারাত্বক আহত ১৯ জনকে ভর্তি করা হয়েছে।