নির্বাচন কমিশন নিয়ে কারো সংলাপের সুযোগ নেই: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে অন্য কারো সংলাপের সুযোগ নেই।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 09:36 AM
Updated : 19 Jan 2017, 09:38 AM

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাচপুরে কাচপুর, মেঘনা, গোমতী (দ্বিতীয়) চার লেন সেতুর প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‍রাষ্ট্রপতি সব দলের সাথে সংলাপ করেছেন; তার এখতিয়ার নির্বাচন কমিশন গঠন করার।

“তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। এ বিষয়ে অন্য কারো বা কোনো দলের সংলাপের সুযোগ নাই।”

‍জাপান-বাংলাদেশের যৌথ আর্থিক সহায়তায় এ তিনটি সেতু নির্মাণে সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জাইকা সাড়ে ছয় হাজার কোটি টাকা ও বাংলাদেশ সরকার দুই হাজার কোটি টাকা ব্যয় করবে।

২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর সঙ্গে এ তিনটি সেতুও জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‍‍‍এ রায় দেশের অপরাধীদের জন্য ‌‌‌‌‌‌‌কঠোর সতর্কবার্তা।

এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও আওয়ামী লীগের এ নেতা জানান।   

উদ্ধোধনী অনুষ্ঠানে সেতু প্রকল্প পরিচালক সাঈদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।