পদ্মায় কুয়াশা, নৌ চলাচল ব্যাহত

পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 02:40 AM
Updated : 2 Jan 2017, 05:17 AM

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সোমবার সকাল ৯টা থেকে আর দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১০টায় নৌযান চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, “কুয়াশার ঘনত্ব এত বেশি যে ফগলাইট জ্বেলেও সুফল পাওয়া যাচ্ছে না। ফলে কুয়াশা বেড়ে গেলে নৌ চলাচল বন্ধ রাখা হচ্ছে।

“রোববার রাত ১১টার দিকে বন্ধ করার পর সোমবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে আবার নৌ চলাচল শুরু করা হয়।

দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, দৈনিক রাতেই কুয়াশা পড়ছে। ইদানীং দিনের বেলা কুয়াশ আরও বাড়ছে। সেই সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে।

“রোববার রাত দেড়টার দিকে কুয়াশার ভিড়ে নৌপথ সম্পূর্ণ ঢাকা পড়লে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে আবার নৌ চলাচল শুরু হয়”

ফেরি বন্ধ থাকায় দুটি নৌপথের চারটি ঘাটে সহস্রাধিক যান আটক পড়ে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

শনিবার রাত ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা পদ্মায় নৌ চলাচল বন্ধ ছিল কুয়াশার কারণে। গত এক সপ্তাহ ধরে দৈনিকই কমবেশি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।