দৌলতদিয়া-পাটুরিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশার কারণে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 02:38 AM
Updated : 26 Dec 2016, 04:17 AM

রোববার রাত সাড়ে ১২টায় বন্ধ হওয়ার পর সোমবার সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রোববার রাত ৯টার দিকে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১২টায় নৌপথ সম্পূর্ণ ঢেকে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“সোমবার সকাল পৌনে ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে।”

ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে শতাধিক কোচসহ তিন শতাধিক যানবাহন আটকা পড়েছিল বলে তিনি জানান।

দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন, দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি আটকা পড়েছিল। আর সকাল ১০টা পর্যন্ত ঘাটে পার হওয়ার অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন।

এদিকে পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম।

প্রতিবছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত। এ বছর এর আগেও কয়েক দিন চার-পাঁচ ঘণ্টা করে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থেকেছে।