টাঙ্গাইলে পিকআপে আগুন, সহকারীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপে আগুন লেগে সহকারীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 05:08 AM
Updated : 17 Dec 2016, 05:50 AM

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, শনিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ (২২) শরীয়তপুরের শফিপুর থানার মুন্সিকান্দি গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।

পিকআপটি কে চালাচ্ছিল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

ওসি আছাবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করে। তার আগেই ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

বিলের ধারের এই ঘটনাস্থলে দুর্ঘটনার সময় আশপাশে কেউ ছিল বলে জানা যায়নি। পুলিশ ধারণা করছে, পিকআপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে থাকবে।

দগ্ধ পিকআপটিকে রাস্তার পাশে মাটির ঢিবিতে মুখ মিশিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির ঢিবিতে ধাক্কা দেওয়ায় আগুন ধরতে পারে, আবার আগুন ধরার কারণেও নিয়ন্ত্রণ হারাতে পারে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি আছাবুর রহমান।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।