শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মেছোবাঘটি দুটি বাচ্চা জন্ম দিয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 04:19 AM
Updated : 9 Dec 2016, 04:19 AM

ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, বুধবার রাতে খাঁচায় পোষা মেছোবাঘটি প্রথমবারের মতো বাচ্চা জন্ম দেয়।

চার বছর বয়সী মা মোছোবাঘ ও তার বাচ্চারা সুস্থ আছে। তাদের আলাদা খাঁচায় বিশেষ যত্নে রাখা হয়েছে।

সরজমিনে দেখা যায়, কনকনে ঠাণ্ডার মধ্যে নেচে-খেলে বেড়ে উঠছে বাচ্চারা। তারা মায়ের দুধ পান করছে। মা মেছোবাঘটি তার শাবকদের পরম মমতায় আগলে রাখছে।

খবর শুনে শাবক দেখার জন্য ভিড় করছে এলাকার উৎসুক লোকজন।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রয়ছুল আলম মণ্ডল বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সবাইকে সীতেশ বাবুর মতো বন্যপ্রাণীকে ভালোবাসতে হবে।”