‘এমপির লোক’ নিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা

ঠাকুরগাঁওয়ের এক ‘সংসদ সদস্যের লোকজন’ নিয়ে এক ব্যক্তির জমি দখলের চেষ্টা করেছেন তার প্রতিবেশী। এ সময় সংঘর্ষে  অন্তত ছয়জন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 01:04 PM
Updated : 26 Nov 2016, 01:04 PM

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গোয়ালটুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।

আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মোস্তাফিজার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে ১৫ বিঘা জমি নিয়ে যতেন পালের সঙ্গে প্রতিবেশী দীপেন পালের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে দীপেনের লোকজন ওই জমি দখল করতে যায়।

“এতে উভয়পক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে দুপক্ষের ছয়জন আহত হয়।”

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান তিনি।

তবে যতেন পাল অভিযোগ করেন, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের লোকজন এসে তার জমি দখলের চেষ্টা করে।

“এর প্রতিবাদ করলে তারা আমার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে এবং আমার তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়।”

সাংসদের লোক সঙ্গে থাকার বিষয়টি স্বীকার করে দীপেন বলেন, “আমি ও সংসদ সদস্য এক দল করি। তাকে ভোট দিয়েছি। তাই আমার জমি দখলের সময় তার লোকজনও আমার সঙ্গে ছিল।”

ঘটনার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ জিতেন পাল বলেন, “এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া এলাকায় হিন্দুদের জমি যারা দখল করেছিল, তারাই আজকে যতেনের জমি দখলের চেষ্টা করে।”

তবে সংসদ সদস্য দবিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। একটি মহল আমার ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের ভুল তথ্য বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে।”

ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।