ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 10:59 AM
Updated : 22 Nov 2016, 11:22 AM

জেলার জেষ্ঠ্য বিচারিক হাকিম রুবাইয়া আমেনা মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান হত্যা মামলার চার আসামিকে আদালতে হাজির করে তাদের জামিন আবেদন করা হয়।

“বিচারক রুবাইয়া আমেনা শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

আসামিরা হলেন রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার (৩০), হুমায়ুন কবির (৩০) ও মো. মান্নান (৬০)।

পরিদর্শক মো. হুমায়ুন আরও জানান, এ মামলার সন্দেহভাজন আরও দুই আসামি ফারুক মুন্সি (৪২) ও মোতালেব মোল্লাকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে দিয়েছে একই আদালত।

ফারুক ও মোতালেব উভয়ের বাড়ি একই উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে।

গত ১৪ নভেম্বর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে ঝালকাঠির সাতুরিয়া ইউনিয়নের আমতলা ঈদগাহ মাঠ এলাকায় পিটিয়ে আহত করা হয়। পরদিন সকালে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।