দামুড়হুদায় শিক্ষকের পিটুনিতে হাসপাতালে ছাত্র

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 03:48 PM
Updated : 13 Nov 2016, 03:48 PM

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষার শিক্ষক কুতুব উদ্দীন নবম শ্রেণির ছাত্র দুই যমজ ভাইকে বেত দিয়ে পিটিয়েছেন বলে রোববার তাদের বাবা অভিযোগ করেছেন।

তাদের মধ্যে একজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনা তদন্তে কমিটি করেছে স্কুল ব্যবস্থাপনা কমিটি।

গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলাম শিক্ষার শিক্ষক কুতুব উদ্দীন নবম শ্রেণির ক্লাস নিতে যান। প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় মনিরুল ও জাকিরুলকে মারেন কুতুব উদ্দিন।

এ ব্যাপারে কুতুব উদ্দিন বলেন, “আমি হঠাৎ বেশি রেগে গিয়েছিলাম। আমার প্রশ্নের পর তারা আমাকে ব্যাঙ্গ করেছে বলে আমার মনে হয়েছিল।”

ওসি বলেন, এ ঘটনায় আহত দুই ছাত্রের বাবা মজিবর রহমান রোববার দুপুরে কুতুব উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কমিটির সভাপতি লুৎফর রহমান বলেন, ঘটনা তদন্তে রোববার বিকালে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে স্কুল ম্যানেজিং কমিটির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।