নোয়াখালীতে ট্রলার ডুবে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীঞ্জ উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 10:48 AM
Updated : 10 Nov 2016, 10:48 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরির চর এলাকায় ছোট ফেনী নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান।

এদের মধ্যে দুই শিশুর পরিচয় জানা গেছে এরা হল চর বালুয়া গ্রামের আলী আহম্মদের ছেলে আসিফ (১২) ও ইব্রাহিমের ছেলে হৃদয় (৫)।

আহতদের মধ্যে একজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে সুবর্ণচরের চর তোরাবআলী ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি উরির চর যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছলে যাত্রীদের হুড়োহুড়িতে ট্রলারটি একদিকে হেলে ডুবে যায়।

“এ সময় ঘাটে থাকা লোকজনের সহয়তায় বেশির ভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।”

আহতদের মধ্যে মারজাহান (৩৫) নামের একজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।