কুড়িগ্রামে আরএফএলের শো-রুম উদ্বোধন

কুড়িগ্রাম শহরে আরএফএলের একটি নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 12:33 PM
Updated : 26 Oct 2016, 12:33 PM

খলিলগঞ্জ বাজারে বুধবার মেসার্স ম্যাট ট্রেডার্সের এই শো-রুম উদ্বোধন করেন স্থানীয় শিক্ষক বরকত উল্ল্যাহ সরকার।

উদ্বোধন শেষে শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় আরএফএলের পণ্য বিষয়ে তথ্য উপস্থাপন করেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার শামিমুর রহমান শামিম।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে আরএফএল বাংলাদেশ ছাড়াও ভারত ও মধ্যপ্রাচ্যসহ ১৩৮টি দেশে পণ্য উৎপাদন ও সরবরাহ করছে। এ প্রতিষ্ঠানে এক লক্ষাধিক তরুণ ও তরুণীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, রাজারহাট মীর ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম সোনালী ব্যাংকের এজিএম আল মামুন মনসুর রহমান, অগ্রণী ব্যাংকের এজিএম শাহজাহান মিয়া, সিনিয়র জ্যেষ্ঠ সাংবাদিক আহসান হাবীব নীলু, প্রভাষক জাবের ইবনে হুদা সাগর, আএএফএলের ম্যানেজার রাশেদুল হাসান, ডিভিশনাল ম্যানেজার নমির আলী, গোলাম মোস্তফা, আব্দুল মালেক, আরিফুল মওলা, জিয়াউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

পরে মনোজ্ঞ র‌্যাফেল ড্র ও ডিনারের আয়োজন করা হয়।