রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার

রাজশাহী বিশ্বদ্যিালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 04:45 PM
Updated : 23 Oct 2016, 04:45 PM

ওইদিন সকাল ৯টায় আইন অনুষদের (বি ইউনিট) বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে ভর্তির জন্য যোগ্যদের বাছাই প্রক্রিয়া শুরু হবে।

এরপর বেলা ১১টায় শুরু হবে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা।

এবার ‘বি’ ইউনিটে ২০০ সিটের বিপরীতে ১৭ হাজার ৯৭২ জন অর্থাৎ প্রতিটি সিটের বিপরীতের ৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এছাড়া দুপুর ১টায় ‘ডি’ ইউনিটভুক্ত ব্যবসায় অনুষদে ভর্তির জন্য এইচএসসি বাণিজ্য বিভাগ থেকে আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে; এরপর সাড়ে ৩টায় একই অনুষদে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকারীদের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

২৫ অক্টোবর মঙ্গলবার ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের, ২৬ অক্টোবর ‘এ’, ‘জি’ ও ‘আই’, ২৭ অক্টোবর ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এ বছর ৫৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে চার হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৭৮ হাজার ৯৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেwww.ru.ac.bd থেকে জানা যাবে।