খাম্বা জটিলতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের সময় রাস্তার ওপর পড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 06:12 AM
Updated : 31 August 2016, 06:12 AM

বুধবার সকাল ৭টার দিকে মহাসড়কের কড্ডাব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে কড্ডাব্রিজের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটি সরাতে গেলে তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর পড়ে যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকা পড়ে।

“এর ফলে চন্দ্রা থেকে নাওজোড় পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার যানযটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।”

ওসি বলেন, খুঁটি সরাতে দেরি হওয়ার পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে বৃষ্টি, গাড়ির চাপ এবং ঈদ সামনে রেখে গরুবাহী ট্রাকের চাপে মহাসড়কে যানজটের তীব্রতা বেড়েছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা আজমেরি পরিবহনের বাস চালক রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানজটের কারণে ভোগড়া বাইপাস থেকে কোনাবাড়ির পথে ১০ মিনিটের রাস্তা তার প্রায় দুই ঘণ্টা লেগেছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরানোর কাজ প্রায় শেষ করে আনলেও জটে আটকে থাকা যানবাহনগুলো মন্থর গতিতে চলছে বলে জানান ওসি।