কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কুষ্টিয়ার মিরপুরের র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামির মৃত‌্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 03:50 AM
Updated : 28 August 2016, 03:50 AM

শনিবার গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান।

নিহত মুকুল মুন্সী (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল গ্রামের ইউসুপ মুন্সীর ছেলে।

র‌্যাব কর্মকর্তা মোসাদ্দেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাব। 

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের দিকে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে গোলাগোলির মধ্যে মুকুল মুন্সী নিহত হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও গাছ কাটার করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা মোসাদ্দেক জানান, মুকুলের বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে আধা ডজন মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।