সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া থাকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 09:28 AM
Updated : 17 August 2016, 01:01 PM

বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিসহ দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল রয়েছে।

পায়রা বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালীর সব নদীবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে ২ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।

“এছাড়া সকাল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ সব রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।”

পটুয়াখালী আবহাওয়া দপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ দশমিক ০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে তিনি জানান।

আলীপুর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরার যানগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।

এদিকে কুয়াকাটা সৈকত এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে বলে জানান পৌরমেয়র আব্দুল বারেক মোল্লা।