পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে লঞ্চ বন্ধ

লঞ্চমালিককে মারধরের প্রতিবাদে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 09:30 AM
Updated : 30 June 2016, 09:30 AM

বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে লঞ্চ বন্ধ রাখা হয় বলে জানান লঞ্চমালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে লঞ্চমালিক উজ্জ্বল ফকিরকে স্পিডবোটের মালিক-শ্রমিকরা মারধর করার প্রতিবাদে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।

লঞ্চমালিক উজ্জ্বল ফকির বলেন, সম্প্রতি আরিচা-কাজীরহাট রুটে অবৈধভাবে স্পিডবোটে যাত্রী পার করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আরিচা ঘাটে লঞ্চের যাত্রীদের হাত ধরে টেনে স্পিডবোটে তোলার চেষ্টা করে বোটের মালিক-শ্রমিকরা।

“তাদের বাধা দিলে একপর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও লঞ্চমালিক আলী আহসান মিঠুর নেতৃত্বে মিতুল হোসেন ও রতন মিয়াসহ কয়েকজন আমাকে মারধর করেন।”

আলী আহসান মিঠু অভিযোগ সম্পর্কে বলেন, “কোনো মারধরের ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।”

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খান বলছেন, দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।