ঈদে সৈয়দপুর রেলওয়ে পুলিশের ছুটি বাতিল

ঈদে ঘুরমুখো যাত্রীদের নিরাপত্তায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 02:58 PM
Updated : 27 June 2016, 02:58 PM

সোমবার সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিরুল রহমান জানান, ২২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে পুলিশের ছুটি বাতিলের মৌখিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে সৈয়দপুর রেলওয়ের ১২টি থানা এবং ১৬টি পুলিশ ফাঁড়িতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানান।

তিনি বলেন, এ বছর বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রুটের যাত্রীদের নিরাপত্তা ও টিকিট কালোবাজারি ঠেকাতে ৬৬২ পুলিশ নিয়োজিত থাকবে।

“পাশাপাশি আরও ২০০ ব্যাটলিয়ান আনসার, মেট্রো পুলিশ এবং রেলওয়ে সংশ্লিষ্ট জেলা পুলিশকে সহযোগী হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৬টি স্টেশনে তথ্য কেন্দ্র ও সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে একটি কন্টোল রুমে হটলাইন স্থাপন করা হয়েছে বলে জানান তাঞ্জিরুল।