গাজীপুরে বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একটি বিপণি বিতানের বেইজমেন্টে বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2016, 03:12 AM
Updated : 6 May 2016, 03:12 AM

কালিয়াকৈর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. সাহেব আলী জানান, বৃহস্পতিবার রাতে সফিপুরের খোরশেদ আলম সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রাত ৯টার দিকে মার্কেটের বেইজমেন্টে আব্দুল মালেকের বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে প্লাস্টিকের পাইপ, ইলেক্ট্রিক্যাল বোর্ড, সুইচ, তারসহ দোকানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।”

এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়ে বলে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা।