ভারত গেলেন লালমনিরহাটের ১৩০ জন

লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলগুলো থেকে দ্বিতীয় দফায় ভারত গেলেন ৩০টি পরিবারের ১৩০ জন।

লালমনিরহাট প্রতিনিধি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 08:03 AM
Updated : 23 Nov 2015, 03:48 PM

সোমবার লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “পাটগ্রাম উপজেলার বাঁশকাটা ছিটের বাসিন্দারা সকাল ৮টায় বুড়িমারী ইমিগ্রেশন এলাকায় হাজির হন। বেলা ১টায় তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।”

ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উন্নয়ন) সুনীল আগরওয়াল তাদের গ্রহণ করেন বলে জানান হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম, ছিটমহল বিনিময় বাস্তবায়ন আন্দোলনকারী নেতা ভারতের দীপ্তিমান সেন, বাংলাদেশের লালমনিরহাটের হাফিজুর রহমান, পাটগ্রাম থানার ওসি জোউল করিম প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাট থেকে ৬৩ জন এবং ২য় দফায় রোববার (২২ নভেম্বর) কুড়িগ্রাম ও পঞ্চগড় থেকে গেছেন ৪৮ জন।