সৌদি আরবে উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯৬.৮৮%

সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকে পাসের হার এসেছে ৯৬ দশমিক ৮৮ শতাংশ। 

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 05:25 AM
Updated : 24 July 2017, 05:25 AM

শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে মোট ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১২৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। 

‘রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে এবার ৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ এই প্রতিষ্ঠানে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।

 

‘জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে এবার ৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬৬ জন ও জিপিএ- ৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!