দুইটি আলাদা দিনে ঈদ করেন অস্ট্রেলিয়া প্রবাসীরা

ঈদ পালন করার দিন নিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছে নানামত। আর এ নানা মতের চক্করে বিদেশ বিভুঁইয়ে প্রবাসী বাংলাদেশিরাও দুইটি ভিন্নদিনে ঈদ পালন করেন।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 10:02 AM
Updated : 25 June 2017, 12:22 PM

অস্ট্রেলিয়ায় বসবাসরত আরব ও আফ্রিকাভুক্ত দেশগুলোর প্রবাসীরানিজ দেশে চাঁদ দেখাদেখির ধার ধারেন না। তারা সৌদি আরবের সঙ্গে একইদিনে রোজা শুরু করে একসাথে ঈদ উদযাপন করেন।

আর একারণে অনেক প্রবাসী বাংলাদেশিও সুবিধামত তাদের সাথে ঈদ পালন করেন।

তবে প্রবাসী এশিয়ান বিশেষত বাংলাদেশ, পাকিস্থান ও ভারতের মুসলিমদের সিংহভাগই চাঁদ দেখা সাপেক্ষে রোজা ও ঈদ উদযাপন করেন।

সাপ্তাহিক ছুটির দিন থাকায় রোববার অনেক প্রবাসীই অস্ট্রেলিয়ায় ঈদ পালন করছেন সৌদিপন্থিদের সাথেই।

আর অস্ট্রেলিয়ায়  বা তার  কাছাকাছি দেশে চাঁদ দেখার সাপেক্ষে যারা নির্ভরশীল, তারা সোমবার  ঈদ পালন করবেন।

এখানে সিডনিতে মুসলিম অধ্যুষিত ক্যাম্বেলটাউন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত অস্ট্রেলিয়ান ‘মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’ ও ‘অস্ট্রেলিয়ান ইসলামিক কাউন্সিল’ দুইটি বড় ইসলামিক সংস্থা।

এই সংস্থা দুটিও দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করছে।

অবাক লাগে  যখন  পাশাপাশি বসবাসকারী দুইটি বাংলাদেশি পরিবারের একটি যে দিনটিতে ঈদ উদযাপন করছে, অন্যটি সেদিনও রোজা রাখছে। 

এর আগে, বহুজাতিক সংস্কৃতির পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া সরকারিভাবে ঈদের ছুটি দিতে প্রবাসী মুসলিম নেতাদের কাছে সর্বসম্মতিক্রমে ঈদেরএকটি দিন বাতারিখআহ্বান করেছিলো। কিন্তু মুসলিম নেতাদের পক্ষে কোনোভাবেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!