সিঙ্গাপুরে শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’

সিঙ্গাপুরে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’। 

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 11:13 AM
Updated : 22 April 2017, 11:15 AM

আগামী ১ মে ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় ও সিঙ্গাপুর প্রবাসী সাহিত্য সংগঠন ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’ এর উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বইমেলার উদ্বোধন করবেন।

আয়োজকরা জানান, বইমেলার সকালের আয়োজন হবে সিঙ্গাপুর পেঞ্জুরু ডরমিটরির হলরুমে। সেখানে প্রবাসী কবি এম এ সবুরের কবিতার বই ‘কাছে থেকো খুব কাছে’, সৈয়দুর রহমান লিটনের চতুর্দশপদী কবিতার বই ‘মম উপহার’ ও  প্রবাসী কবিদের কবিতার যৌথ সংকলন ‘পরবাসী কথা’র মোড়ক উন্মোচন হবে।

বইমেলার বিকেলের আয়োজন হবে সিটি হলের বুকটিক বই বিতানের হলরুমে। সেখানে বইমেলার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলা সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখার জন্য প্রবাসী কবি বিকাশ নাথ ও মুকুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ কবিতা আবৃতি ও বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

২০০৪ সাল থেকে সিঙ্গাপুর প্রবাসীদের আয়োজনে বাংলা ভাষায় লেখা বই নিয়ে এ বইমেলা আয়োজিত হয়ে আসছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!