স্পেনে বাংলা প্রেসক্লাবের বৈশাখী আড্ডা

স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী আড্ডার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 12:01 PM
Updated : 16 April 2017, 12:01 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত অঞ্চল লাভাপিয়েসের বাংলা সেন্টারে এ আড্ডা হয়।

স্পেন প্রবাসী শিল্পী মঞ্জুরুল হাসান শুভর গাওয়া ‘এবার জমবে মেলা বটতলা হাটতলা’ গান দিয়ে শুরু হয়ে কবিতা, গান ও দেশে বাংলা নববর্ষ উদযাপনের স্মৃতিকথায় আড্ডাটি আনন্দমুখর হয়ে ওঠে।

আড্ডায় বক্তব্য দেন- স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, প্রজন্ম ৭১ এর সভাপতি রিজভী আলম, স্পেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সায়েদ মিয়াম ও হবিগঞ্জ অ্যাসোসিয়েশনে সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

আড্ডার মাঝে কবিতা ও গান শোনান স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, রিজভী আলম, শাহিদ রহমান বাপ্পি ও ইমরান খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, সদস্য সাইফুল আমীন, আবু তাহের সাজু, শাহিনুর রহমান, শাহরিয়ার রহমান, আশরাফ বকসী পাবেল ও আছলাম পারভেজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!