সিডনিতে 'বাড়ির পাশে আরশিনগর'

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'স্বরলিপি সঙ্গীত একাডেমি' আয়োজন করলো বাংলা লোকগানের আসর 'ভবের হাট'।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 11:13 AM
Updated : 22 March 2017, 12:39 PM

রোববার সিডনির লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এই আসরে বাংলার বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, আধ্যাত্বিক ও মরমী গান পরিবেশন করা হয়।

পরিবেশন করা হয় 'কলকল ছলছল', 'আমার সোনার ময়না পাখি', 'আমার হাড় কালা করলাম রে', 'ও কি গাড়িয়াল ভাই', 'মিলন হবে কতদিনে', 'কেন পিরিতি বাড়াইলা বন্ধু', 'সোনা বন্দে আমারে পাগল করলো', 'বাড়ির পাশে আরশিনগর', 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' ইত্যাদি জনপ্রিয় গানগুলো। 

ফারিয়া আহমেদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং অপুর সঞ্চালনায় এই আয়োজনে গানগুলো শোনান শিল্পী সীমা, অথৈ, ফারিয়া, রিপা, লুনিয়া ও রুহুল আমিন।
ডি এল রায়ের 'ধনে ধন্য পুষ্পে ভরা' গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবমেত কন্ঠে 'নাও ছাড়িয়া দে' দিয়ে গানের পর্ব শেষ হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!