জেদ্দা কনস্যুলেটে আইফাবের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেলে এফ এম বোরহান উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জেদ্দার বাংলাদেশিদের সংগঠন ‘ইন্টিগ্রেটেড ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইফাব)’।

মোবারক হোসেন, সৌদি আরবের জেদ্দা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 11:08 AM
Updated : 22 March 2017, 12:39 PM

মঙ্গলবার জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজিজুর রহমান,ভাইস কনসাল আব্দুল মান্নান,শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন ও পিঅ্যান্ডভি প্রথম সচিব মুহাম্মদ কামরুজ্জামান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন ‘আইফাব’-এর নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শিবলু, প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান নূর নবী, এম ডি শফিকুল আলম বাহার, ডি এম ডি মশিউর রহমান সাজু, অর্থ সম্পাদক বেলায়েত হোসেন, সংগঠনের পরিচালক জামাল চৌধুরী, আব্দুল মালেকসহ সংঠনের অন্যান্য নেতারা।

মোস্তাফিজুর রহমান শিবলু বলেন, “আইফাব যেমন সকল অসহায় প্রবাসীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছে, তেমনি দেশের সকল গরিব ও দুঃস্থদের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায়।”

পরে বিগত দিনে ‘আইফাব’-এর কর্মকাণ্ড সম্পর্কে কনসাল জেনারেলকে অবহিত করেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!