ফ্রান্সে যশোর হত্যাকাণ্ড স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন

 ‘উদীচী ফ্রান্স সংসদ’ প্রথমবারের মতো যশোর হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’ প্রদর্শন করেছে।

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 02:31 AM
Updated : 6 March 2017, 05:55 AM

স্থানীয় সময় রাত ৮টায় উদীচীর নিয়মিত অনুশীলন কেন্দ্র ওবারভিলিয়ে শহরের দানিয়েল কাসেনোভা হলে এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কেন্দ্রিয় উদীচী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রিয় উদীচীর চলচ্চিত্র বিভাগ থেকে প্রদীপ ঘোষের নির্দেশনায় নির্মিত এ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর আগে ‘উদীচী ফ্রান্স সংসদ’ আয়োজিত একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী একুশ উদযাপনোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল অনুষ্ঠানে অংশ নেওয়া সংগঠন ‘সারগাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’, ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’ ও ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’সহ ওবারভিলিয়ে মেরি এবং সংগঠনের সর্বস্তরের শিল্পী-কর্মীদের কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি কেন্দ্রিয় উদীচীর পক্ষ থেকে বিশেষ সহযোগিতার জন্য প্রদীপ ঘোষকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!